Logo
Logo
×

বিচ্ছু

তদন্ত বোর্ড বনাম ক্রিকেট বোর্ড

Icon

সংলাপ অনির্বান অর্ণব

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক বাজে খেলে ম্যাচগুলো হেরেছে। এর কারণ কী?

কারণ ওই যে বললেন বাজে খেলেছে, সেজন্যই তো হেরেছে!

বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতে কী দারুণ উড়ন্ত সূচনা করল। তারপর কী হলো?

তারপর নিজেরাই উড়ে গেল!

বিপক্ষ দল যখন বোলিং করেছে, মনে হয়েছে বোলিং পিচে খেলা হচ্ছে। যখন ব্যাটিং করেছে, মনে হয়েছে ব্যাটিং পিচে খেলা হচ্ছে। এর জন্য কাকে দোষ দেবেন?

কাকে আবার, পিচকে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম