Logo
Logo
×

বিচ্ছু

শর্তহীন ও শর্তযুক্ত সংলাপ

Icon

লেখা : সুদিপ্ত কুমার নাগ, আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বড় তিন দল কি সংলাপ করবে বলে মনে করেন?

তারা সংলাপ না করলেও সমস্যা নাই! জনগণ তো রোজই তাদের হয়ে চায়ের দোকানে সংলাপ চালিয়ে যাচ্ছে!

আপনি নাকি ভাবির সঙ্গে শর্তহীন সংলাপে বসতে যাচ্ছেন?

শালীর সঙ্গে ভিডিও কলে কথা বলার দায়ে আপনার ভাবি আমাকে শর্তহীন সংলাপে ডেকেছে। বেঁচে থাকলে পরে আপনার সঙ্গে এ বিষয়ে সংলাপ হবে।

তিন দলকে শর্তহীন সংলাপে বসানোর কোনো উপায় বলুন তো?

বাসায় স্ত্রী রেগে গেলে তার সঙ্গে সংলাপ করার উপায় এখনো খুঁজে পেলাম না! আর আপনি আছেন তিন দলের সংলাপ নিয়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম