Logo
Logo
×

বিচ্ছু

বিদ্রুপ ছড়া

দলবদলের ব্যবসা

Icon

সেলিম কামাল

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাগনে রে শোন, রাজনীতিতে

গরম এখন ভ্যাপসা

অফার বুঝে চল না ধরি

দলবদলের ব্যবসা।

ঝোঁপটা বুঝে কোপ মারাতে

আমরা ভীষণ পটু

আম আর ছালা টিকিয়ে নেব

হোক না কথা কটু।

নির্বাচনের এই সময়ে

সেফটি ভীষণ দরকার

ভিড়তে কী দোষ তাদের দলে

গড়বে যারা সরকার।

সদলবলে দলবদলের

সুযোগ এখন পাক্কা

আগে বাঁচি, পরে না হয়

সামাল দেব ধাক্কা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম