সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নামাজ
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হজরত আবু বাকরাহ (রা.) বর্ণনা করেন, ‘একবার আমরা রাসূল (সা.)-এর কাছে থাকাকালে সূর্যগ্রহণ শুরু হল। তখন রাসূল (সা.) উঠে দাঁড়ালেন এবং পরিহিত চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন। তাঁর সঙ্গে আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদের নিয়ে দু’রাকাত নামাজ আদায় করলেন এবং সূর্যগ্রহণ ছেড়ে গেল। তিনি বললেন, এতে কোনো সন্দেহ নেই যে, কারও মৃত্যুর কারণে কখনও সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন গ্রহণ দেখবে তখন অবস্থাটি থাকা পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়ায় মগ্ন থাকবে’ (বুখারি)
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নামাজ দু’রাকাত।
