Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

দুধ ভাই-বোনের মধ্যে বিয়ে নয়

Icon

উত্তর দিয়েছেন মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দুধ ভাই-বোনের মধ্যে বিয়ে নয়

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

আমেনা রহমান, প্যারিস, ফ্রান্স

প্রশ্ন : কতটুকু দুধ খেলে দুধসন্তান হয়? আমি আমার বোনের ছেলেকে ছোট অবস্থায় দুধ পান করিয়েছি। এখন কি তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারি?

উত্তর : দুধসন্তান হওয়ার জন্য অল্প বেশির কোনো পরিমাণ শরিয়ত নির্ধারণ করেনি। তাই সর্বনিম্ন একবার বা এক চুমুক দুধ খেলেই দুধ পানকারী দুধসন্তান হিসাবে গণ্য হবে। বিয়ে শাদির ক্ষেত্রে দুধসন্তানের বিধান আপন সন্তানের মতোই। যেমনভাবে আপন ভাইবোনের মাঝে বিয়ে বৈধ নয়, তেমনইভাবে দুধ ভাইবোনের মাঝেও বিয়ে বৈধ নয়। তাই দুধসন্তানের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেওয়া অবৈধ ও হারাম হবে।

তথ্যসূত্র : সূরা নিসা, আয়াত নং ২৩, বুখারি শরিফ, হাদিস নং ২৬৪৫, মুসলিম শরিফ, হাদিস নং ১৪৪১, ফতোয়ায়ে শামি, খণ্ড-৪, পৃষ্ঠা-৪০৮, হেদায়া, খণ্ড-২, পৃষ্ঠা-৩৫০।

দুধ ভাই বোনের মধ্যে বিয়ে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম