Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

ইসলাম গ্রহণের পদ্ধতি ও নারীদের পায়ে মেহেদি ব্যবহারের মাসআলা

Icon

মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইসলাম গ্রহণের পদ্ধতি ও নারীদের পায়ে মেহেদি ব্যবহারের মাসআলা

মোস্তফা জামান, পার্বতীপুর, দিনাজপুর

প্রশ্ন : ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতি কী? আশা করি জানাবেন।

উত্তর : ইসলাম ধর্ম গ্রহণের জন্য কালিমা শাহাদাত পড়তে হবে। কালিমা শাহাদাত হচ্ছে এই- আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ার আগে ভালোভাবে গোসল করে নেবে। সাহাবিদের প্রিয় নবী (সা.) হাতে হাত রেখে শাহাদাত পড়িয়েছেন।

তথ্যসূত্র : বোখারি শরিফ, হাদিস নং-৩১৫৭, আবু দাউদ শরিফ, হাদিস নং-৩৫৫, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-১, পৃষ্ঠা-২৮৪।

সালমা জাহান, পাহাড়তলী, চট্টগ্রাম

প্রশ্ন : মহিলারা কি পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে?

উত্তর : ইসলাম নারীদের জন্য সাজসজ্জার অনুমতি প্রদান করেছে। হাত-পায়ে, গলায় ও বুকে সাজসজ্জা করতে পারবে। মেহেদিও মহিলারা সাজসজ্জার জন্যই ব্যবহার করে থাকেন, তাই পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ ও বৈধ।

তথ্যসূত্র : ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-৫, পৃষ্ঠা-৩৫৯, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৪, পৃষ্ঠা-৮৭।

 

ইসলাম গ্রহণ পদ্ধতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম