Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

বিনাশ্রমে পুঁজি বিনিয়োগের বৈধ পদ্ধতি

Icon

মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিনাশ্রমে পুঁজি বিনিয়োগের বৈধ পদ্ধতি

সুলতান মাহমুদ, গুলশান, ঢাকা

প্রশ্ন: আমি একজনকে কিছু টাকা ব্যবসা করার জন্য দিয়েছি এবং তাকে বলেছি আপনার যা ইচ্ছা আমাকে লাভ দেবেন। তিনিও রাজি হয়েছেন। এ রকম লেনদেন কি জায়েজ ও বৈধ হবে?

উত্তর : এ ধরনের লেনদেনকে শরিয়তের পরিভাষায় বাইয়ে মুদারাবাহ বলে অর্থাৎ একজনের পুঁজি আর অন্যজনের শ্রম- লভ্যাংশে উভয়জন শরিক। তবে এ ব্যবসা ও লেনদেন বৈধ হওয়ার জন্য জরুরি হচ্ছে লভ্যাংশের অংশ সুনির্দিষ্ট করা। যেমন যার পুঁজি তার ৬০ শতাংশ আর যার মেহনত তার ৪০ শতাংশ অথবা প্রত্যেকের ৫০ শতাংশ। উভয়ের মাঝে লভ্যাংশ সুনির্দিষ্ট করলেই বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। আপনি যেই পদ্ধতি উল্লেখ করেছেন তা বৈধ হবে না।

তথ্যসূত্র : ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-৩, পৃষ্ঠা-২৫৮, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৫, পৃষ্ঠা-২৮৯।

মারিয়া আফরোজ, অস্ট্রেলিয়া

প্রশ্ন: মহিলারা কি পশু জবাই করতে পারবে?

উত্তর : পশু জবাইয়ের জন্য পুরুষ হওয়া জরুরি নয়। এ মাসয়ালায় নারী-পুরুষ উভয়ের হুকুম এক ও অভিন্ন। সাহাবি হজরত কাব বিন মালিক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একজন মহিলা পাথর দিয়ে ছাগল জবাই করেছিলেন। তারপর আল্লাহর রাসূল (সা.) কে জিজ্ঞেস করেছিলেন এ বিষয়ে। নবী করিম (সা.) এ জবাইকৃত ছাগলের গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন।

তথ্যসূত্র : বোখারি শরিফ, খণ্ড-২, পৃষ্ঠা-৮২৭, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-৫, পৃষ্ঠা-২৭২।

 

বিনাশ্রম পুঁজি বিনিয়োগ বৈধ পদ্ধতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম