Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

নবী করিম (সা.)-এর নামে কুরবানি প্রসঙ্গে

Icon

মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবী করিম (সা.)-এর নামে কুরবানি প্রসঙ্গে

আনোয়ার হোসেন, মুরাদনগর, কুমিল্লা

প্রশ্ন : অনেকে আছেন কুরবানির ৭ ভাগের ১ ভাগ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে থাকেন। এ রকম কি দেওয়া যাবে?

উত্তর: সামর্থ্যবান ব্যক্তির প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড়

সৌভাগ্যের বিষয় বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলি (রা.)কে তাঁর পক্ষ থেকে কুরবানি করার অসিয়ত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন।

তথ্যসূত্র: আবু দাউদ শরিফ, হাদিস নং-২৭৯০, তিরমিজি শরিফ, হাদিস নং-১৪৯৫, মুসনাদে আহমদ, হাদিস নং-৮৪৩।

নোমান সিদ্দিক, জাপান

প্রশ্ন : একটি পশু কয়জনে মিলে কুরবানি দিতে পারবেন?

উত্তর : একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবেন। এমন পশু কয়েকজন মিলে কুরবানি করলে কারোটাই সহিহ হবে না। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবেন। ৭-এর অধিক শরিক হলে কারও কুরবানি সহিহ হবে না।

তথ্যসূত্র : মুসলিম শরিফ, হাদিস নং-১৩১৮, ফতোয়ায়ে কাজিখান, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৪৯, বাদায়েউস সানায়ে, খণ্ড-৪, পৃষ্ঠা-২০৭-৮।

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

ibsiraji@gmail.com

 

নবী করিম (সা.) নামে কুরবানি প্রসঙ্গে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম