Logo
Logo
×

ইসলাম ও জীবন

সর্ববৃহৎ কুরআন লিখে রেকর্ড গড়লেন শিল্পী শহীদ রাসসাম

Icon

সূত্র : ডন ও জিও নিউজ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীর সবচেয়ে বড় কুরআনের প্রতিলিপি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লেন শহীদ রাসসাম নামের পাকিস্তানি এক শিল্পী। এ মাসের শুরুতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিলিপিটি আগামী মাসে দুবাইয়ে শুরু হতে যাওয়া ‘দুবাই এক্সপো ২০২০-এ প্রদর্শন করা হবে। করাচির চিত্রশিল্পী শহীদ রাসসাম তৈরিকৃত এ শিল্পকর্মটি ১৪০০ বছরের ইসলামি ইতিহাসে এলুমিনিয়াম ও স্বর্ণের পানি দিয়ে লেখা সর্বপ্রথম কুরআনের প্রতিলিপি। ঐতিহ্যগতভাবে চামড়া, কাপড় এবং কাগজে পবিত্র কুরআন লিপিবদ্ধ হওয়ার প্রচলন থাকলেও শহীদ রাসসাম সোনা ও এলুমিনিয়ামের মাধ্যমে পবিত্র কুরআন লিখে এক নবযুগের সূচনা করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এটি করাচিতে তৈরি করেছি। এটি তৈরিতে প্রায় পাঁচ বছর আমার সঙ্গে অন্তত ২০০ সেবক কাজ করেছেন। ফ্রেম বাদ দিয়েও মূল প্রতিলিপিটি ৮.৫ ফুট লম্বা ও ৬.৫ ফুট চওড়া। পৃষ্ঠা সংখ্যা ৫৫০ এবং প্রতিটি পৃষ্ঠায় রয়েছে অন্তত দেড়শ শব্দ।’ এর আগে ২০০০ সালে শহীদ রাসসাম সোনা ও এলুমিনিয়াম দিয়ে আল্লাহতায়ালার পবিত্র ৯৯ নাম (আল আসমাউল হুসনা) লিখে সংযুক্ত আরব আমিরাতের আল আইন ইউনিভার্সিটি থেকে ‘আর্টিস্ট অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম