Logo
Logo
×

ইসলাম ও জীবন

৫০ বছরের মধ্যে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ হবে

Icon

সূত্র : ডয়েচে ভেলে

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগামী ২০৭০ সালের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হবে মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’ এক প্রতিবেদনে এ দাবি করেছে। খবর জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের। মুসলমানদের এ উন্নতির প্রধান কারণ হিসাবে অন্য ধর্মাবলম্বীদের চেয়ে অধিকহারে মুসলিম শিশু জন্ম গ্রহণকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে নাস্তিকদের হার কমে যাওয়া এবং বিধর্মীদের ইসলাম গ্রহণকেও ওই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা ১৯০ কোটি, আর খ্রিষ্টানদের সংখ্যা ২৫০ কোটি। ২০১০ সালে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২১৭ কোটি আর ১৬০ কোটি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম