Logo
Logo
×

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

ভাষা আন্দোলনে ওলামায়েকেরাম

Icon

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভাষা আন্দোলনে ওলামায়েকেরাম

ফাইল ছবি

২০২২ সালের একুশে ফেব্রুয়ারির মাস দেড়েক আগেই হস্তগত হয়েছিল ব্যতিক্রমধর্মী গবেষক ও লেখক শাকের হোসাইন শিবলির নতুন সৃষ্টি একুশের মাওলানারা। ঐতিহাসিক ভাষা দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাড়ে সাত শতাধিক পৃষ্ঠার এ সুলিখিত গ্রন্থটি অধ্যয়নের কৌতূহল আবার মাথাচাড়া দিয়ে উঠল। সত্যিই একটি ঐতিহাসিক গ্রন্থ এটি। ১৬৭টি উৎস গ্রন্থের বরাতে উপস্থাপিত তত্ত্ব ও তথ্যবহুল গ্রন্থটি পাঠককে উদ্বেলিত করে তোলার মতো।

আলেম মুক্তিযোদ্ধার খোঁজে লিখে প্রথম পাঠকসমাজের সামনে এ লেখকের সরব উপস্থিতি। সে পুস্তকটি এবং তাবলিগ জামাতের টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রকাশিত তার দৈনিক ইজতেমা যেমন পাঠকদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল, একুশের মাওলানারা তার সঙ্গে একটি বলিষ্ঠ সংযোজন। দ্রুতগামী অশ্বারোহী যেমন কোনো আশ্চর্যজনক বস্তু হঠাৎ দেখতে পেলে কষে লাগাম ধরে তার বাহনটিকে থামিয়ে সে দৃশ্য অবলোকন করে, তেমনি এ জাতীয় শিরোনাম দেখলে পাঠকমাত্রই থমকে দাঁড়াবেন।

এ সৃজনশীল প্রতিভার যথার্থ সমাদর হওয়া উচিত মনে করি। আল্লাহ লেখককে দীর্ঘায়ু করুন এবং আমাদের বহুধাবিভক্ত প্রান্তিকতাগ্রস্ত বুদ্ধিজীবী সমাজকে তার সঠিক মূল্যায়নের তৌফিক দান করুন! আমিন! আরেকটি কথা, ভাষা আন্দোলনের আদিস্রষ্টা তমদ্দুন মজলিস এবং অধ্যাপক আবুল কাশেমকে বাদ দিলে ভাষা আন্দোলনের ইতিহাস যেমন অপূর্ণ রয়ে যায়, একুশের মাওলানারা গ্রন্থে উল্লিখিত তত্ত্ব ও তথ্যগুলোকে বাদ দিলে তেমনি বাংলাভাষার ইতিহাসের সিংহভাগই অকথিত ও অজানা রয়ে যাবে। বইটি প্রকাশ করেছে মাহফিল (প্রকাশন), বিশাল বুক কমপ্লেক্স [২য় তলা] ৩৭ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : ০১৮১৬-৪২৮৭২৭। টাকা : ১,০০০/- বইটি একুশের বইমেলায় এবং rokomari.com এ পাওয়া যাচ্ছে। লেখক : সাবেক ইমাম ও খতিব, গণভবন ও সচিবালয় মসজিদ

ভাষা আন্দোলন ওলামায়েকেরাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম