ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

নেক আমলের সুযোগ থেকে বঞ্চিত হওয়া প্রসঙ্গে

 যুগান্তর ডেস্ক 
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

বেলাল হোসাইন

শিক্ষার্থী, মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা, মানিকনগর, মুগদা, ঢাকা

প্রশ্ন : আমরা অনেক নেক আমল নিয়মিত করে থাকি। কোনো কারণে যদি না করতে পারি, তাহলে কি আমরা মনে করতে পারি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন? নাকি শয়তানের কুমন্ত্রণার কারণে নেক আমল করতে পারি না?

উত্তর : কিছু কিছু গুনাহ ও বদ আমলের কারণে নেক আমল করার তাওফিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। যেমন- জুলুম-অত্যাচার, বদনজর ও হিংসা-বিদ্বেষ ইত্যাদি। যদি কোনো কারণ ছাড়া নেক আমল ছুটে যায় অবশ্যই চিন্তা করুন! আপনার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা? অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নেক আমল ছুটে যায়, তাহলে আল্লাহর দরবারে তওবা ও ইস্তেগফার করা উচিত।

তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-৫৮৫৬,

মুসলিম শরিফ, হাদিস নং-২৬০৭, কিতাবুন নাওয়াজেল, খণ্ড-১৭, পৃষ্ঠা-১৫১।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন