‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল। অভিযোগ উঠেছিল যে, তিনি রাজনীতির মাধ্যমে অনেক অভিনেতার ক্যারিয়ার শেষ করার চেষ্টা করেছেন, যার মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। অনেকের মতে, বুম্বাদা যিশুকে শুধু নিজের ভাই হিসেবে রেখেছিলেন, তাকে হিরো হতে দেননি। তবে সম্প্রতি এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন যিশু নিজেই।
একটি টকশোতে যিশু বলেন, ‘যারা বুম্বাদার বিরুদ্ধে কথা বলেছেন, তারা অনেকেই বলেছেন, বুম্বাদা আমাকে ভাই বানিয়ে রেখেছে, আর আমাকে হিরো হতে দেয়নি। তবে আমি সবসময় একটাই কথা বলি— বুম্বাদা কখনোই আমাকে জোর করে কোনো কাজ করতে বলেনি, আর কখনোই আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেনি। বরং, তিনি সবসময় আমাকে গাইড করেছেন।’
টকশোতে যিশু আরও বলেন, একবার তার দুটি সিনেমার শুটিংয়ের ডেট মিলে গিয়ে সমস্যায় পড়েছিলেন। কলকাতা ও মহীশূরের শুটিংয়ের ডেট একদিন বেড়ে যাওয়ায় দুটি পরিচালকই তার ওপর চাপ ফেলেন। এই পরিস্থিতিতে যিশু খুব হতাশ হয়ে পড়ে এবং তিনি বুম্বাদার কাছে গিয়ে তার সমস্যার কথা জানান। তখন বুম্বাদা তাকে সাহায্য করেন, ফোন করে অনুপ সেনগুপ্তকে পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং শিডিউল বদলে দেন।
এ বিষয়ে যিশু আরও বলেন, ‘আমি তখন ভেবেছিলাম, আমার ক্যারিয়ার শেষ। কিন্তু বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন। শেষমেশ, অনুপদা রাজি হন এবং আমার শুটিং শিডিউল ঠিক হয়ে যায়।’
এভাবেই যিশু জানান, বুম্বাদা তার জীবনে শুধু একজন বড় দাদার মতোই ছিলেন, যিনি সবসময় তার পাশে থেকেছেন এবং তাকে সহায়তা করেছেন।

