অপারেশন সিঁদুর
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। যদিও পাকিস্তান ভারতের এই দাবিকে অস্বীকার করেছে। পহেলগাঁও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।
সেই হামলার সূত্র ধরেই ৭ মে (মঙ্গলবার) মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁওয়ে নিহতদের মধ্যে কয়েকজন ছিলেন সদ্যবিবাহিত। সেই প্রেক্ষাপটে এই অপারেশনের সাথে ‘সিঁদুর’ শব্দটা জুড়ে দেওয়া হয়।
