
নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক। তিনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। কোটা আন্দোলনকারী ছাড়াও তিনি রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির’ কেন্দ্রীয় নেতা ছিলেন।
নাহিদ ইসলাম ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। প্রথমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।