বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) দেশের অন্যতম প্রধান সশস্ত্র বাহিনী, যা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে গড়ে ওঠে। ‘ইন ওয়ার, ইন পিস উই আর ফর দ্য নেশন’ এই মূলমন্ত্রকে ধারণ করে সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঢাকার সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন কোর, ডিভিশন ও ব্রিগেড সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হয়। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি, অস্ত্র ও কৌশল ব্যবহারে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সেনাবাহিনী অবকাঠামো নির্মাণ, দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে গৌরবজনকভাবে উপস্থাপন করছে। বিশেষ করে UN Peacekeeping-এ সেনাবাহিনীর ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।
আরও পড়ুন
