মসজিদে নববী
মদিনায় অবস্থিত মসজিদে নববী মুসলমানদের জন্য দ্বিতীয় সর্বাপেক্ষা পবিত্র স্থান, যা মহানবী রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে নির্মাণ করেন। এখানে রয়েছে তাঁর রওজা মোবারক—যেখানে চিরনিদ্রায় শায়িত তিনি এবং দুই খলিফা, আবু বকর (রা.) ও উমর (রা.)।
মসজিদে নববী শুধুমাত্র নামাজের স্থান নয়; এটি ছিল ইসলামের প্রথম রাষ্ট্রের প্রশাসনিক, শিক্ষাগত ও সামরিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। মসজিদটির ‘রওজা ও জান্নাতুল বাকি’ প্রাঙ্গণকে জান্নাতের টুকরো বলা হয়।
