ওজু
ওজু হলো ইসলামে পবিত্রতা অর্জনের একটি ফরজ পদ্ধতি, যা নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের পূর্বশর্ত। এটি দেহ, মন ও আত্মাকে শুদ্ধ করার উপায়, যা আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক। মুখ, হাত, মাথা ও পা ধৌত করার মাধ্যমে মুসলমানরা ওজু সম্পন্ন করে। নিয়মমাফিক ওজু করলে প্রতিটি ফোটা পানি পাপ মোচনের কারণ হয়—হাদিসে এমন উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
