কপিল শর্মা
কপিল শর্মা (Kapil Sharma) হলেন ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি শিল্পী, যিনি “The Kapil Sharma Show” এর মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। পাঞ্জাবের অমৃতসর থেকে উঠে আসা কপিল শর্মা তাঁর ক্যারিয়ার শুরু করেন স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে, এবং “The Great Indian Laughter Challenge” জয় করার পর রাতারাতি তারকায় পরিণত হন।
তিনি শুধু কমেডিয়ান নন, একজন গায়ক, চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক হিসেবেও সফলতা অর্জন করেছেন। তাঁর হাস্যরসাত্মক উপস্থাপনা, বুদ্ধিদীপ্ত সংলাপ এবং পরিবার-উপযোগী বিনোদন কনটেন্ট তাঁকে ভারতের ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছে।
আরও পড়ুন
