কেয়া পায়েল
কেয়া পায়েল বাংলাদেশের টেলিভিশন জগতে এক জনপ্রিয় নাম। কেয়া পায়েলের জন্ম ১৯৯৪ সালে আশুলিয়া, সাভারে। ২০১৭ সালে তিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ টেলিফিল্মে অভিনয় করে কার্যত অভিনয়ের জগতে অভিষেক ঘটে। তার পর থেকে বিভিন্ন নাটক ও ঈদের স্পেশাল ড্রামায় নিয়মিত অভিনয় করে ‘হৃদ মাঝারে’, ‘উড়া ধরা ভালোবাসা’, ‘ক্রাইম পার্টনার’, ‘মাধবীলতা’ প্রভৃতি নাটকে দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন । ২০১৯ সালে ‘ইন্দুবালা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে কেয়া পায়েলের।
