Logo
Logo
×

আনন্দ নগর

উড়ছেন কেয়া পায়েল

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উড়ছেন কেয়া পায়েল

হাল আমলে টিভি নাটকের যে কজন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। এ মুহূর্তে কাজ নিয়ে তার ব্যস্ততা এমন যে, বলা যায় রীতিমতো তিনি উড়ছেন। সম্প্রতি তিনি নেপালে শুটিং করেছেন নাম ঠিক না হওয়া একটি নাটকের। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। পায়েল বলেন, ‘নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প ও পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে।’ এর আগেও নেপালে একাধিক নাটকের শুটিং অভিজ্ঞতা রয়েছে এ অভিনেত্রীর। বর্তমানে তিনি নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা নিয়ে পায়েল বলেন, ‘বেশ কিছু নাটকের শুটিং করছি। ভালো গল্পনির্ভর কিছু কাজ করছি। ভিন্ন ভিন্ন গল্প ও ব্যতিক্রমী চরিত্র আমাকে টানে। তাই সে রকম চরিত্র নিয়েই কাজ করছি। বিস্তারিত এখনই বলতে পারব না। ভালো কিছু কাজ নিয়ে আসছি দর্শকদের জন্য।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ই আমাকে বেশি টানে। অভিনয়ই মন দিয়ে করতে চাই। অভিনয় ভালোবাসি। তাই অভিনয় নিয়ে স্বপ্নটা বেশি দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দর্শকরা আমাকে ভালোবাসেন। কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই। এটাই প্রাপ্তি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম