দালাইলামা
দালাইলামা তিব্বতের আধ্যাত্মিক নেতা এবং বৌদ্ধ ধর্মের মহাযান শাখার গুরুরূপী ব্যক্তিত্ব, যিনি বিশ্বজুড়ে শান্তি, অহিংসা ও মানবিকতার বার্তা প্রচার করে আসছেন। বর্তমান দালাইলামা, তেনজিন গিয়াতসো, ১৪তম দালাইলামা হিসেবে পরিচিত এবং ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থেকে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে চলেছেন।
ধর্ম, বিজ্ঞান, শিক্ষা ও মানবাধিকার নিয়ে তার বক্তব্য এবং লেখনী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস। নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিশ্বমঞ্চে তিব্বতের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রশ্ন তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে।
