হাঁসের মাংস
হাঁসের মাংস বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় খাবার। আদিকাল থেকেই বাংলার ঐতিহ্যের সাথেও হাঁসের মাংস জড়িয়ে আছে। কিন্তু বর্তমানে সারা বাংলাদেশেই নানান ধরনের রেসিপিতে বিভিন্ন হোটেল, রেঁস্তোরায় হাসের মাংস পাওয়া যায়। ঢাকার মধ্যে নীলা মার্কেট, দিয়া বাড়ি প্রভৃতি স্থানের হাসের মাংস বেশ জনপ্রিয়। দেশের বহু জায়াগ থেকে এসব স্থানে হাঁসের মাংস খেতে ভোজন রসিকরা ভিড় জমান। হাঁসের মাংসের লোভনীয় রেসিপি, পুষ্টিগুণ ও রান্নার টিপস এক জায়গায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁসের ভুনা, ঝাল বা ঝোল – সব ধরনের স্বাদের মাংস রান্নার সহজ উপায় ও স্বাস্থ্য উপকারিতা জানুন এখানে।
