অন্তর্জালের দুনিয়া থেকে কুমড়া কাহন
আর এস লীনা
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৬ অক্টোবর কানাডার বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয়ে গেল দৈত্য কুমড়াদের প্রদর্শনী। কুমড়াপ্রেমী আর প্রতিযোগীদের মিলনমেলা থেকে কিছু ছবি আমাদের মনে করিয়ে দিচ্ছে কিছু স্মৃতিমধুর গান!
বুম! বুম! বুম! বুম! চলে আমার কুমড়ার গাড়ি ঘুইরা ঘুইরা! ঢাকা শহর যামু আমি উইড়া উইড়া!
যাক! পুলারে নিয়া টেনশন নাইকা। পরের জিনিস নিজের মনে কইরা এখনই পরদেশে ভাইগা যাওয়ার মতলব করছে!
তোমাকে চাই আমি আরও কাছে, তোমাকে বলার কিছু কথা আছে...। কুমড়া হল বাহানা মাত্র!
বুইড়া শয়তান! পরের বউ দেখলেই মাথা ঠিক থাকে না!
ও আমার ময়না গো! তোর বিহনে আমি একেলা। (বাপের বাড়ি গেছিস! বাঁচছি! একলা একটা ছবি তোলার সুযোগ হইল)!
পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক!
ওরে মোর কপাল! ব্যাটারা দেখি কুমড়ারেও ইভটিজিং করতে ছাড়ে না!
