|
ফলো করুন |
|
|---|---|
মারিয়া তার লোকাল হোম-স্টোর থেকে একটি আলমারি কিনল। বাড়িতে এসে মারিয়া খুব মনোযোগ দিয়ে নির্দেশনা পড়ল, সব অংশ গুনে নিল, তারপর আলমারিটি শোবার ঘরে জোড়া লাগাল। আলমারিটি দেখতে খুব সুন্দর লাগল, মারিয়া খুব খুশি।
মারিয়ার বাড়ি রেললাইনের পাশে। ট্রেন পাশ দিয়ে যেতেই গোটা আলমারি ধপাস করে ভেঙে পড়ল। এ দুর্ভাগ্যে হতাশ না হয়ে মারিয়া আবার নির্দেশনা পড়ল, আবার আলমারি জোড়া লাগাল। আবার আরেকটি ট্রেন গেল-আলমারি আবার ভেঙে পড়ল।
এবার মারিয়া বিরক্ত ও হতাশ হয়ে ভাবল নিশ্চয়ই সে কোথাও ভুল করেছে। তাই সে আবার নির্দেশনা পড়ল, আবার নতুন করে আলমারি জোড়া লাগাল। কিছুক্ষণ পর আরেকটি ট্রেন গেল-এবারও তৃতীয়বারের মতো আলমারি ভেঙে পড়ল।
মারিয়া এবার রেগে গিয়ে কাস্টমার সার্ভিসে ফোন করল। তাকে বলা হলো-এটা অসম্ভব, তারা একজন লোক পাঠাবে সব দেখে যেতে।
লোকটি এসে আলমারি জোড়া লাগাল। ঠিক তখনই একটি ট্রেন পাশ দিয়ে গেল এবং আলমারি আবার হুঁশ করে ভেঙে পড়ল! এবার লোকটিও পুরোপুরি হতবাক। সে আবার আলমারি জোড়া লাগিয়ে নিজেই আলমারির ভেতরে বসে দেখার সিদ্ধান্ত নিল আসলে কেন এটা বারবার ভেঙে পড়ছে।
ঠিক এই সময় মারিয়ার স্বামী বাসায় ফিরে আলমারিটা দেখে বলল, ‘ওহ! বেশ সুন্দর আলমারি তো!”
বলেই তিনি আলমারির দরজা খুলে ভেতরে দেখতে চাইলেন। কিন্তু ভেতরে যে লোকটা বসে ছিল এবং কীভাবে তার অবস্থান ব্যাখ্যা করবে বুঝে উঠতে পারছিল না। মাথা নিচু করে লজ্জিত কণ্ঠে সে বলল, ‘আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার স্ত্রীকে আমি আগে থেকে চিনি না। কিন্তু আমি এখানে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়!’
