জনসংখ্যা বনাম জন শঙ্কা!
লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনসংখ্যায় ঢাকা নাকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর! তোর কি বিশ্বাস হয়?
মোটেও না। গভীর ষড়যন্ত্র করে আমাদের প্রথম স্থান ছিনিয়ে নেওয়া হয়েছে!
ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ! এসব কী শুনছি রে ভাই?
ঢাকায় মানুষ থাকে? কথায় কথায় যারা এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে, তাদের জন্য এটা হলো প্রমাণ!
জাতিসংঘ বলেছে, ২০৫০ সালে নাকি ঢাকা জনসংখ্যায় প্রথম স্থান অধিকার করবে?
জাতিসংঘের মহাসচিব সাহেব ঢাকায় একটু ঘুরে গেলে সময়টা এতদূর পর্যন্ত যেত না!
জনসংখ্যায় ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এ ব্যাপারে আপনার অভিমত কী?
এরপর অবশ্যই আমাদের প্রথম স্থান দখল করতে হবে!
ঢাকা আর বাসযোগ্য নাই। চল, এ শহর ছেড়ে চলে যাই।
বাসযোগ্য না হলেও বাঁশযোগ্য শহর ঠিকই। এ শহরে পদে পদে বাঁশ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি! কই আর যাব বল!
