Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাগরের পানি যদি লোনা না হয়ে মিষ্টি হতো, তাহলে কেমন হতো?

যাইদ আল মারুফ

আনোয়ারা, চট্টগ্রাম

তাহলে এতদিনে সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যেত!

আচ্ছা বলুন তো, কিছু কিছু মানুষ দাঁত দিয়ে নখ কাটে কেন?

শারমিন নাহার ঝর্ণা

পাংশা, রাজবাড়ী

নখ দিয়ে দাঁত কাটতে পারে না তো তাই দাঁত দিয়ে নখ কাটে!

চাকরিজীবীর মাস শেষ না হতেই বেতন শেষ হয়ে যায় কেন বলুন তো?

কাজী রাসেল

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

বেতনে ভেজাল আছে! জানেনই তো, ভেজাল জিনিস বেশিদিন টেকে না!

আচ্ছা, সব মানুষের পছন্দ ও মতামত এক রকম হয় না কেন?

রাহেলা আক্তার

মহেশখালী, কক্সবাজার

এক রকম হলে সবাই একই জিনিস নিয়ে কাড়াকাড়ি শুরু করত তাই!

মহা অবান্তর প্রশ্ন

কী হে বিচ্ছু, শুধু আমাদের প্রশ্নের উত্তর দাও, তোমার

কোনো প্রশ্ন নেই কেন?

মোঃ দিদারুল ইসলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

আমি প্রশ্ন করতে শুরু করলে আপনাদের চাকরি থাকবে না তো তাই!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম