বিনোদনের বাইরেও টেলিভিশন
আমাদের যে উপকার করে থাকে
মো. রায়হান কবির
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে টেলিভিশনের গুণগান করাই উচিত। তাই বিচ্ছু এবার টেলিভিশন নিয়ে গবেষণা করে উদ্ভাবন করেছে এর আরও কিছু উপকারী দিক। বিচ্ছুর পাঠক ও টেলিভিশন দর্শকদের জন্য তা উপস্থাপন করা হল-
বাতাবি লেবুর সঠিক মূল্য
টেলিভিশনে সবাই শুধু বিনোদনই খুঁজে থাকে। কিন্তু টেলিভিশন মানুষের অনেকভাবে উপকার করে থাকে। টেলিভিশন যে শুধু গান, বাজনা আর জ্বালাও-পোড়াও এর খবরই প্রচার করে থাকে, তা কিন্তু নয়। আপনি হয়তো রাস্তাঘাটে বাতাবি লেবু বা জাম্বুরা ভর্তা কিংবা গোটা জাম্বুরা কিনে থাকেন। আপনি যদি না জানেন যে, দেশে বাতাবি লেবুর ‘বাম্পার ফলন’ হয়েছে তাহলে কিন্তু বেশি দাম দিয়ে তা কিনবেন। তাই টেলিভিশনে বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর প্রচার করে জনগণকে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দেয়। এটা একটি বিশাল উপকার!
সিসি ক্যামেরা
দেশের আনাচে-কানাচে আজকাল বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ঘোরাফেরা করে। থাকে লাইভ টেলিকাস্টে। ফলে মোবাইল ফোনের এই যুগে আপনার প্রিয়জন যদি এক জায়গায় থেকে অন্য জায়গার কথা বলে থাকে তবে আপনার জন্য আছে টেলিভিশন। শুধু রিমোট হাতে নিয়ে বদলাতে থাকুন চ্যানেল আর খুঁজে ফিরুন আপনার প্রিয়জনকে। আপনার প্রিয়জন যদি বলে আমি ফার্মগেট আছি, আপনি তাকে ফোনে বলে দিন উমুক টিভির রিপোর্টারের পেছনে গিয়ে দাঁড়াও তাহলে বুঝবো তুমি কোথায় আছো! সুতরাং টিভি আপনার চলমান সিসি ক্যামেরা হিসেবে কাজ করে।
পক্ষাঘাত রোগীর চিকিৎসা
আজকাল টেলিভিশন অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে। একটা সময় শুধু বিনোদনের মাধ্যম হিসেবেই টিভিকে ধরা হতো। কিন্তু আজকাল পক্ষাঘাত রোগীর চিকিৎসায়ও টেলিভিশনকে ব্যবহার করা সম্ভব! ভাবছেন কীভাবে? তাহলে বলি শুনুন, আজকাল অনেক টিভি চ্যানেলেই এমন কিছু নাচ-গানের অনুষ্ঠানও প্রচার হতে দেখা যায় যে এগুলো দেখলে বা শুনলে টিভির সামনে থেকে উঠে দৌড় দিতে ইচ্ছে করে। সুতরাং কোনো পক্ষাঘাতগ্রস্ত রোগীর সামনে এসব গান বাজাতে থাকলে একটা সময় তারা দেহে ও মনে এত শক্তি অর্জন করতে সক্ষম হবে যে, মুহূর্তেই টিভি সেটের সামনে থেকে উঠে দৌড় দেবে বলে মনে করছি আমরা! আর উঠে দৌড় দেয়া মানেই তাদের সুস্থ হয়ে ওঠা। এতে করে চিকিৎসা বিজ্ঞানেও টেলিভিশনের অবদান সন্দেহাতীতভাবে প্রমাণ হয়।
কক্ষের মান রক্ষা
অনেক সময় আমাদের বাসার দেয়ালে হঠাৎ করে ফাটল দেখা দিতে পারে। যা সহসাই মেরামত করা সম্ভব হয় না। আজকাল সবকিছুর সঙ্গে টিভিও হয়ে গেছে স্মার্ট এবং স্লিম। আর সেটা দেয়ালে ঝুলিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছে। ফলে ড্রয়িংরুম কিংবা যে কোনো রুমের দেয়ালে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায় টিভির মাধ্যমে। মানে দেয়ালের ফাটলযুক্ত স্থানে টিভি ঝুলিয়ে দেয়ালের ফাটল আড়াল করা যায়। আর এভাবেই বিনোদন দেয়ার বাইরেও সমাজ ও সংসারের মান রক্ষা করে চলেছে টেলিভিশন।
