Logo
Logo
×

বিচ্ছু

দাওয়াইয়ের নাম হাসি

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষক : বাবলু বল তো, পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

বাবলু : সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু!

শিক্ষক : কীভাবে গরু চালাক প্রাণী ব্যাখ্যা কর।

বাবলু : স্যার, কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। গরুর গলায় দড়ি থাকে তাই গরু চালাক প্রাণী!

শিক্ষক : ফাজিল! তোর বয়সে আইনস্টাইন ক্লাসে সবসময় প্রথম হতেন, তুই কী করলি! তোর মরে যাওয়া উচিত!

বাবলু : স্যার, আপনার বয়সে কিন্তু হিটলার সুইসাইড করেছিল!

: ম্যাডাম আপনি কি মুরগি?

- কী সব আলতু-ফালতু কথা বলো!

: তাহলে আপনি আমার খাতায় প্রতিদিন ডিম দেন কেন?

ছেলে : আমি যদি মশা হতাম, তোমাকে দিনে একশ’ কিস করতাম!

মেয়ে : তাহলে আমিও অনেক খুশি হতাম।

ছেলে : কেন?

মেয়ে : তাহলে তোমাকে দিনে একশটা থাপ্পড় মারতে পারতাম!

বোন : ভাইয়া, তুই বড় হয়ে তো উকিল হবি তাই না?

ভাই : হ্যাঁ।

বোন : তাহলে তো তোকে আর কষ্ট করে অ, আ, ক, খ এগুলো শিখতে হবে না।

ভাই : কেন?

বোন : আরে তোর তো শুধু ল’ পড়লেই চলবে!

মতিন তার স্ত্রীকে বিদেশ থেকে রাতে ফোন করল। ফোনটা এক চাকর ধরল।

চাকর : হ্যালো।

মতিন : তোর মেম সাহেবকে ফোনটা দে।

চাকর : কিন্তু মেম সাহেব তো সাহেবের সঙ্গে বসে গল্প করছে।

মতিন : মানে? সাহেব তো আমি!

চাকর : আমি এখন কী করব?

মতিন : দুই জনকেই গুলি করে মেরে ফেল, তোকে ৫ লাখ টাকা দেব।

চাকর দুই জনকে গুলি করে মারার পর-

চাকর : সাহেব, লাশ ২টা এখন কী করব?

মতিন : লাশ ২টা বাড়ির পেছনের সুইমিংপুলে ফেলে দে।

চাকর : কিন্তু সাহেব, বাড়ির পেছনে তো কোনো সুইমিংপুল নেই।

মতিন : সুইমিং পুল নাই! ওহ সরি, তাইলে রং নাম্বার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম