Logo
Logo
×

বিচ্ছু

বিচ্ছু গবেষণা

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর করণীয়

Icon

জান্নাতুল ফেরদৌস লাবণ্য

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* বেশি বেশি দুঃখের গান শুনুন। বিষে বিষক্ষয় হবে। স্যাড লিরিক্সের সঙ্গে ধুয়ে-মুছে যাবে ভালোবাসার সব অনুভূতি।

* কয়েকটা লুতুপুতু (লুতুপুতু একটি অতি আধুনিক শব্দ) করা অসভ্য ছেলেমেয়েক ইচ্ছামতো গালি দিয়ে ব্লক করে দিন। এদের জন্যই নষ্ট হচ্ছে যুবসমাজ। এদের জন্যই ভালোবাসার মানুষ একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে। এদেরকে গালি দিয়ে মনের ঝাল মেটান।

* আপনার ক্রাশ বা এক্স যার সঙ্গে জীবন কাটাচ্ছে তার মতো দেখতে কাউকে পেলে ছাড়বেন না। আচ্ছা করে গালাগাল করে আসুন। প্রয়োজনে চড়-থাপ্পড়ও বসিয়ে দিতে পারেন। তবে বেশি মারতে যাবেন না। কেননা মামলা ঘুরে গেলে কিন্তু খবর আছে। তখন প্রেম-ভালোবাসার সঙ্গে জীবনটাও খোয়াতে পারেন!

* গভীর রাতে ছাদের কার্নিশে উঠে নিচের দিকে তাকাবেন। এতে করে নিজের প্রতি ভালোবাসা বাড়বে। তবে অতিশোকে লাফ দিতে যাবেন না। তাহলে কিন্তু খেল খতম!

* কাপল পিক, লুতুপুতু স্ট্যাটাস দেখলে হাহা রিঅ্যাক্ট দিয়ে আসবেন। দেখবেন মনে শান্তি লাগবে।

* বেশি বেশি শপিং করুন। অনলাইন, অফলাইন যাই পান কিনে ফেলুন। মোটকথা হাতের টাকা সব শেষ করে ফেলুন। হাতে টাকা না থাকলে সব চিন্তা প্রেমিক-প্রেমিকা বাদ দিয়ে টাকার দিকে চলে যাবে। টাকা ছাড়া বাকি সব তখন অর্থহীন মনে হবে। মোটকতা প্রেম-ভালোবাসা থেকে আপনার মনোযোগ অন্যদিকে ঘুরে যাবে। আপনি প্রেমে ছ্যাঁকা খাওয়ার কথা বেমালুম ভুলে যাবেন।

* অতিরিক্ত কষ্ট পেলে বেশি বেশি খাওয়ার অভ্যাস করুন। ভুঁড়ি বের হয়ে এলে ওজন কীভাবে কমানো যায় তা নিয়ে আপনাতেই নতুন দুশ্চিন্তা চলে আসবে মাথায়।

* আপনার ভালোবাসার মানুষ বা ক্রাশের ছবি বের করে তার খুঁতগুলো ধরার চেষ্টা করুন। নাক, মুখ, চোখ, তার বদঅভ্যাস বা মুদ্রাদোষ ইত্যাদি। একপর্যায়ে মনে হবে, কী দেখে একে আমি ভালোবেসেছিলাম?

* ভুলে যান ভাই, তারে ভুলে যান। তারে মেসেজ দিয়ে দিন- আমি তো ভালা না ভালা লইয়াই তুই থাকিস বোন!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম