Logo
Logo
×

বিচ্ছু

বাঁশের ব্যবহার

Icon

মো. রায়হান কবির

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাঁশের হেলমেট

কথায় আছে কাঁটা দিয়েই কাঁটা তোলা হয়। তেমনি সামাজিক অবক্ষয়ের কারণে আজকাল মারামারি যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষকে সর্বদা সতর্ক থাকতে হয়। আর তাই বাঁশের তৈরি হেলমেটই পারে আপনার মাথাকে বাঁশের বাড়ি থেকে রক্ষা করতে। তাছাড়া এই হেলমেট পরিধান করলে মানুষ আপনার সম্পর্কে বুঝতে পারবে আপনি বাঁশ নিয়ে যথেষ্ট সচেতন! সুতরাং আপনাকে ‘বাঁশ’ দেয়ার চেষ্টা করবে না।

সৌন্দর্য ও আত্মরক্ষা

বাঁশ দিয়ে আপনার বসার ঘর সাজিয়ে তুলতে পারেন। বাঁশকে একটু ঘষে মেজে একে বানাতে পারেন শো-পিস। এতে করে বসার ঘর বা ড্রয়িং রুমের সৌন্দর্য যেমন বাড়বে তেমনি বাড়বে আপনার আত্মবিশ্বাস! কেননা কোনো ধরনের ঝামেলা হলে অন্তত আত্মরক্ষার ব্যবস্থা তো আছে।

জাতীয় তরকারি

আমরা শুধু মুখেই বলি, ‘আজকে বাঁশ খেয়ে এসেছি!’ আসলে কোনো কারণে ঠকে গেলে আমরা এটা বলে থাকি। কিন্তু আমাদের দেশে আক্ষরিক অর্থেই বাঁশের তরকারি রান্না হয়। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও বাঁশের তরকারি খাওয়ার প্রচলন আছে, আর আমাদের ভেতর সাধারণ ‘বাঁশ’ খাওয়ার প্রচলন তো আছেই। তাই বাঁশের তরকারিকে জাতীয় তরকারির মর্যাদা দেয়া যেতে পারে! যেহেতু আমরা সবচেয়ে বেশি খাই ‘বাঁশ’ সুতরাং ‘বাঁশ’ আমাদের জাতীয় খাবার হতেই পারে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম