Logo
Logo
×

বিচ্ছু

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

Icon

কমল রহমান

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলা সিনেমার একটি জনপ্রিয় গান আছে- ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে/ আরে লাল লাল নীল নীল বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে/ ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে...। ‘অশিক্ষিত’ সিনেমায় গানটি গেয়েছিলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী খন্দকার ফারুক আহমেদ এবং শাম্মী আখতার। আর অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক এবং অঞ্জনা। সিনেমাটি মুক্তির বাকিটা ইতিহাস। এ গান ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।

ঢাকা শহর এসে অনেকেরই আশা ফুরায়। কারও কারও খুলে যায় ভাগ্যের চাকা। তাই সারা দেশ থেকে রোজ ঝাঁকে ঝাঁকে মানুষ এসে এ শহরে থিতু হন।

তিলোত্তমা ঢাকার কত পরিচয়! রিকশার শহর, মশার শহর, বসবাসের অযোগ্য শহর, ঘনবসতির শহর, বস্তির শহর, পকেটমারের শহর, মলম পার্টির শহর, যানজটের শহর, ডেঙ্গুর শহর, আবর্জনার শহর, ঝুঁকিপূর্ণ ভবনের শহর, ফিটনেসবিহীন গাড়ির শহর, দূষিত পরিবেশের শহর, দখলের শহর, মিছিল-মিটিং কাঁদানে গ্যাসের শহর, খুনের শহর, দূষণের শহর, রাস্তা খোঁড়াখুঁড়ির শহর, কাকের শহর, উন্মুক্ত ডাস্টবিনের শহর, ভিক্ষুকের শহর- আরও কত পরিচয়!

বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহরের তালিকায় এবার পঞ্চম হয়েছে আমাদের প্রিয় রাজধানী ঢাকা। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সেইফ সিটি ইনডেক্সে এমনটি বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে। গত বছর তৃতীয় স্থানে ছিলাম আমরা।

কিন্তু আমাদের প্রিয় শহর ঢাকা অনিরাপদ শহর এটা কিছুতেই মেনে নিতে পারি না আমরা। আমরা মনে করি এ শহর অনেকের জন্য বেশ নিরাপদ শহর। মানুষ থেকে শুরু করে কত প্রাণী এ শহরে নিরাপদে বাস করে যাচ্ছে তার খবর কে রাখে! সম্প্রতি ঢাকায় ডেঙ্গু প্রায় মহামারি আকার ধারণ করেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে গিজগিজ করছে ডেঙ্গু রোগী। সুতরাং এ শহর মশাদের জন্য বেশ নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। তারা অবাধে নগরবাসীর রক্ত খেয়ে বেশ সুখেই এ শহরে বসবাস করে যাচ্ছে। গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল যেখানেই মানুষের ভিড় সেখানেই পকেটমার-ছিনতাইকারীরা দিব্যি ঘুরে বেড়ায়। একটু অসাবধান হলেই পথচারীর পকেট পরিষ্কার করে দেয় তারা। তাদের জন্যও বেশ নিরাপদ শহর এই ঢাকা। ঢাকার ফুটপাত থেকে শুরু করে সরকারি জমি- দখলদারদের থাবা প্রায় সর্বত্র। এই দখলদাররাও বেশ নিরাপদেই এ শহরে বসবাস করেন। দুর্নীতির মাধ্যমে এ শহরে অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়ে যান রাতারাতি। দুর্নীতিবাজদের জন্যও এ শহর নিরাপদ। ঢাকার গণপরিহনে যারা যাতায়াত করেন তারা জানেন এসব যানবাহনের ফিটনেসের খবর। যাত্রীদের জন্য এসব গাড়ি অনিরাপদ হলেও ফিটনেসবিহীন গাড়ির জন্য ঢাকা বেশ নিরাপদ। কিছু ব্যতিক্রম ছাড়া অন্য দেশের রাজপথে এসব গাড়ি চলাচলের কথা চিন্তাও করা যায় না। কিন্তু ঢাকায় এটা স্বাভাবিক চিত্র। এই শহরে ফিটনেসযুক্ত গাড়ি চলাচলই বরং অস্বাভাবিক!

আরও অনেকের জন্যই, অনেক কিছুর জন্যই এ শহর এখন নিরাপদ আশ্রয়। সুতরাং অনিরাপদ শহরের বিশেষণ আমরা কিছুতেই মেনে নিতে পারি না। যদিও আমাদের মতো ছা-পোষা আমজনতার জন্য এ শহর খানিকটা অনিরাপদ বটে। তাই অনিরাপদ শহরেই নিরাপদে বাস করার স্বপ্ন দেখে দেখে দিন কাটাই আমরা। হ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম