Logo
Logo
×

বিচ্ছু

এক রাজা ও তার ছয় রানী

Icon

মিলন সরকার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এক দেশে এক রাজা ছিল

রাজার ছিল ছয় রানী

তাদের কাছে নিত্যদিনই

রাজার নানান হয়রানি।

একেক দিনে একেক রকম

ধরত তারা বায়না

বায়না তাদের না মেটালে

সেদিন তারা খায় না।

একজন চায় আংটি হীরের

অন্যজনে হাতের বালা

কেউ যদি চায় টিকলি মাথার

কেউ কিনতে চায় পুঁতির মালা

কেউ যদি চায় পেটিকোট তো

আরেকজনে নতুন শাড়ি,

কেউ বিদেশি ‘থ্রি-পিস’ চায়

হাল ফ্যাশনের রং বাহারি।

এমন করে আর কাহাতক

সহ্য করা যায়

বসে রাজা ভাবতে থাকে

‘কী করি উপায়?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম