Logo
Logo
×

বিচ্ছু

জোকস দি বস

Icon

সত্যজিৎ বিশ্বাস

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১ম বন্ধু : বউ মানে কী জানিস?

২য় বন্ধু : এটা আবার কেমন প্রশ্ন হল? বউ মানে তো বউ।

১ম বন্ধু : মোটেও না। ‘ব’ মানে বস, ‘উ’ মানে উঠ। বউ মানে কথায় কথায় বসা আর ওঠা!

*

গাইড : কী, আমাদের দেশে ঘুরতে কেমন লাগছে?

ট্যুরিস্ট : খুব ভালো লাগছে। কিন্তু একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না। তোমাদের সেতুর রেলিংয়ে বাঁশ, ট্রেনের স্লিপারে বাঁশ, বিল্ডিংয়ের রডের জায়গায় বাঁশ, ব্যাপারটা কী? এটা কী তোমাদের দেশের ঐতিহ্য?

গাইড : ঠিক ধরেছ, সব জায়গায় বাঁশ দেয়াটা আমাদের ঐতিহ্য!

*

১ম বন্ধু : কী রে, মন দিয়ে কী এত লিখছিস?

২য় বন্ধু : সমাজ বদলের ওপর একটা আর্টিকেল।

১ম বন্ধু : লেখালিখি করে যা বদল করার এখনই করে নে। বিয়ের পর আর পারবি না।

২য় বন্ধু : কেন, বিয়ের পর কী সমস্যা?

১ম বন্ধু : বিয়ের পর নিজের ইচ্ছায় টেলিভিশনে একটা চ্যানেলও বদলাতে পারবি না আর সমাজ বদল!

*

সাংবাদিক : আচ্ছা, আপনি এত ঘনঘন দল বদল করেন কেন?

রাজনীতিবিদ (প্রচণ্ড বিরক্তি নিয়ে) : এটা আপনি কী বললেন? আমি কখন দল বদলালাম? আমি তো দল করি একটাই। সেটা সরকারি দল। ঘন ঘন সরকার বদল হলে সেই দোষ তো আর আমার না, তাই না?

*

মাদকবিরোধী সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন এক নেতা। একপর্যায়ে বললেন, আমি যদি এক বালতিতে পানি আর আরেক বালতিতে মদ ভরে গাধার সামনে রাখি, বলুন তো গাধাটা কোন বালতিতে মুখ দেবে? পানির বালতিতে নাকি মদের বালতিতে?

সবাই সমস্বরে : পানির বালতিতে।

নেতা : বলেন তো কেন?

পেছন থেকে এক যুবক : জেনুইন গাধা বলে!

*

স্কুল শিক্ষিকা : ২০ বছর আগে যে জন্মেছে, আগামী ১০ বছর পরে তার বয়স কত হবে- কে বলতে পারবে, হাত তোল।

বিল্টু (হাত তোলে) : আচ্ছা মিস, উনি কি পুরুষ না মহিলা?

স্কুল শিক্ষিকা : কেন, পুরুষ-মহিলা দিয়ে কী হবে?

বিল্টু : না মানে দু’জনের জন্য দুই হিসাব তো, তাই!

*

মেয়ে মুখ ফুলিয়ে গিয়েছে মায়ের কাছে।

মেয়ে : আচ্ছা মা, আমি কি ঝগড়াটে?

মা : না তো।

মেয়ে : আমি কি কথায় কথায় মুখ ঝামটা দিই?

মা : তা দিবি কেন?

মেয়ে : বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করি?

মা : এসব কথা তোকে কে বলেছে, বল তো?

মেয়ে : তাহলে বাবা কেন বলে, তুই হয়েছিস তোর মায়ের মতো?

*

কোম্পানির মালিক : বিদেশে কিছু প্রতিনিধি পাঠাতে চাই। যারা ওখানে গিয়ে কোম্পানির কিছু প্রোডাক্ট বিক্রি করবে। পারবেন?

চাকরিপ্রার্থী : পারব না মানে? শুধু কোম্পানির প্রোডাক্ট কেন, চাইলে কোম্পানিটাও বিক্রি করে দিয়ে আসতে পারি।

কোম্পানির মালিক : ইয়ে, আপনি দেখছি ওভার কোয়ালিফাইড! আমরা আরেকটু কম দক্ষ লোক খুঁজছি।

*

প্রেমিক : ওগো, তোমার হাসিতে তো সোনা ঝরে।

প্রেমিকা : সব কুড়িয়ে নাও। বিয়ের সময় যৌতুক চেও না আবার।

*

প্রেমিকা : আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন?

প্রেমিক : বিয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কী, বুঝলাম না! তখন তো আরও বেশি করে ভালোবাসব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম