পাঠক বাড়ি রসের হাড়ি
পারফেক্ট প্রেমিক হওয়ার টিপস
মো. ফেরদৌস আহাদি
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শুরু-শেষ, শুরু-শেষ! এই শুরু আর শেষ হওয়ার একটাই কারণ- প্রেমিকার কাছে পারফেক্ট প্রেমিক হিসাবে নিজেকে তুলে ধরতে না পারা। প্রায়ই প্রেমিকারা তাদের প্রেমিকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে থাকেন। আমায় সময় দেয় না, ঘুরতে নিয়ে যায় না, অন্য ছেলেরা কত দায়িত্ববান, প্রতি মুহূর্তে প্রেমিকার খোঁজখবর নেয়, কিন্তু আমার প্রেমিকা দিনে মাত্র একবার ইত্যাদি ইত্যাদি! এসব ভাবতে ভাবতে প্রেমিকা চলে যায় ডিপ্রেশনে। শেষ পর্যন্ত ঘটে ব্রেকআপ। একজন পারফেক্ট প্রেমিক হয়ে উঠতে পারলে কোনো মেয়েই ব্রেকআপ করতে চাইবে না। চলুন দেখি কী কী উপায়ে পারফেক্ট প্রেমিক হওয়া যায়!
* অনেক কষ্টের পর আপনি একজন প্রেমিকা জুটিয়েছেন। এখন তাকে প্রচুর সময় দিতে হবে। কারণ পর্যাপ্ত পরিমাণ সময় দিতে না পারলে আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে না। আপনার সম্পর্কে তার বান্ধবীদের সামনে অপমানজনক কথা বলবে।
সুতরাং প্রেমিকাকে বেশি বেশি সময় দিন। অন্য কোনো কিছুর তোয়াক্কা না করে শুধু তাকে নিয়ে পড়ে থাকুন। রোমান্টিক গল্প, উপন্যাস, কবিতা পড়ে প্রেমিকাকে রোমান্টিক রোমান্টিক কথা বলুন। আর হয়ে উঠুন একজন পারফেক্ট প্রেমিক।
* স্কুল, কলেজ, ভার্সিটি- কোনো একটায় পড়েন আপনি, অথবা জব করেন। ব্যাপার না। সঙ্গে সব সময় মোবাইল ফোন রাখুন। চ্যাটিং করুন অথবা কানে হেডফোন লাগিয়ে বিড়ালের মতো প্রেমিকার সঙ্গে চুপিচুপি কথা বলুন। মোদ্দাকথা মুহূর্তে মুহূর্তে তার খবর নিন।
আর এভাবেই আপনিও হয়ে উঠুন একজন পারফেক্ট প্রেমিক।
* প্রেম হওয়ার পর প্রেমিকা যতক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চায় আপনি তার সঙ্গে ততক্ষণ কথা বলুন। কোনো দিন আগ বাড়িয়ে কল কাটবেন না। যদি সে বলে তুমি ফোন রাখো, তবুও ফোন রাখবেন না। কারণ মেয়েদের এটা একটা টেকনিক। ছেলেদের পরীক্ষা করার টেকনিক। সুতরাং টেকনিকে কিছুতেই ধরা খাওয়া যাবে না।
এভাবেই ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলুন, আর হয়ে উঠুন একজন পারফেক্ট প্রেমিক।
* ছুটির দিনগুলোতে প্রেমিকাকে নিয়ে বড় বড় শপিংমলে ঘুরতে বের হবেন। কিনে দেবেন তার পছন্দের ড্রেস আর বিভিন্ন মূল্যবান সামগ্রী। এমন কিছু কিনে দিন, যা দেখলেই যেন তার আপনার কথা মনে পড়ে।
আর এভাবেই হয়ে উঠুন পারফেক্ট প্রেমিক।
* নতুন প্রেম, তাই সবকিছু বুঝতে হবে। একদিনের জন্যও যেন আপনার মোবাইলে মিনিট শেষ না হয়। শেষ না হয় ইন্টারনেট। কারণ প্রেমিকা যে কোনো সময় আপনার উপস্থিতি দেখতে চাইতে পারে।
পারফেক্ট প্রেমিক হতে চাইলে ফোনে সব সময় মিনিট, ইন্টারনেট রাখতে হবে।
* বর্তমান যুগ গিফট প্রদানের যুগ। আমার এক ফ্রেন্ড তার প্রেমিকাকে একটি বাইক গিফট করতে চেয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তার প্রেমিকা বাইক চালাতে পারে না। তারপর প্রেমিকাকে একটি আইফোন গিফট করল। আইফোন প্রদানের পর তার প্রেমিকা বান্ধবীদের সঙ্গে গর্ব করে বলে, বাইক চালাতে পারি না বলে আইফোন দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা।
যেহেতু বর্তমান যুগ গিফট প্রতিযোগিতার যুগ। সুতরাং প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আপনিও হয়ে উঠুন পারফেক্ট প্রেমিক।
* দেখা হলেই প্রেমিকাকে নিয়ে যাবেন রেস্টুরেন্টে। সে যা যা অর্ডার দেবে ওয়েটারকে সব দিতে বলবেন। প্রতিবার খাওয়া শেষে পার্সেল করে সঙ্গে কিছু দিয়ে দিন। বাসার লোকজনের জন্য। যতদিন পর্যন্ত তার রেস্টুরেন্টের খাবারের প্রতি অনীহা না জš§ায় ততদিন পর্যন্ত রেগুলার রেস্টুরেন্টে নিয়ে যেতে ভুল করবেন না।
মনে রাখবেন, প্রেমিকাকে রেগুলার রেস্টুরেন্টে নিয়ে যাওয়া একজন পারফেক্ট প্রেমিকের লক্ষণ!
* প্রেমিকা যেসব কালার বেশি পছন্দ করে সেসব কালারের পোশাক পরার চেষ্টা করুন। প্রেমিকার পছন্দকে মূল্য দিন। তবে সাবধানও থাকতে হবে। ধরুন, ফুটবলে আপনার পছন্দের দল আর্জেন্টিনা আর আপনার প্রেমিকার পছন্দের দল ব্রাজিল। এতে আপনার প্রেমিকা প্রায়ই আপনাকে বলতে পারে দল বদলে ব্রাজিল করার জন্য। বি কেয়ারফুল! আপনি কখনো দল বদলাবেন না। কারণ এটা তার পরীক্ষাও হতে পারে। দেখা গেল আপনি তার কথায় ইমপ্রেস হয়ে দল ছেড়ে ব্রাজিলের সাপোর্টার হয়ে গেলেন। দল বদলের পরই আপনার ব্রেকআপ হয়ে গেল! যাওয়ার সময় বলে গেল, যে ছেলে কয়েকদিন পরিচয় হওয়া মেয়ের জন্য দল বদল করতে পারে, তার কাছে কোনো কিছুই নিরাপদ না! কী বুঝলেন?
সুতরাং প্রেমিকার পছন্দের কালারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দল না বদলানোও একজন পারফেক্ট প্রেমিকের গুরুত্বপূর্ণ লক্ষণ!
* প্রেম শুরু হওয়ার কিছুদিন পরই একটি বই কিনুন। সুন্দর নামের বই। প্রেমিকার সঙ্গে বাচ্চাকাচ্চার নাম নিয়ে কথা উঠলে তখন আপনার পছন্দের নাম গুলো তার সামনে উপস্থাপন করুন। কারণ যে রিলেশনে ভবিষ্যতের বাচ্চাকাচ্চাদের নাম ছেলেরা রাখে সে রিলেশন এত সহজে ব্রেকআপ হয় না।
সুতরাং পারফেক্ট প্রেমিক হওয়ার জন্যে বাচ্চাকাচ্চার নাম রাখার দিকটাও আপনাকে দেখতে হবে।
নিকলী, কিশোরগঞ্জ।
