রোমেন রায়হান-এর ছড়া
ঘুরতে গেছে প্রত্যেকে!
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘোরাঘুরির চলছে সিজন
ঘোরাঘুরি মন্দ না
চলছে সাগর, বন-জঙ্গল
উচ্চ পাহাড় বন্দনা!
শীতেই সবাই ঘুরতে বেরোয়
বাসায় থাকে বর্ষাতে
ছেলের সঙ্গে বউরা ঘোরে
মেয়ের বেলায় বর সঙ্গে!
এবারও সব তাই করেছে
হয়নি মোটেই অন্যথা
নোংরা করে সাগরটাকে
ধ্বংস করে বন্যতা
দিচ্ছে ছবি পাহাড় থেকে
সাগরভরা স্রোত থেকে
যাদের সঙ্গে চিন-পরিচয়
ঘুরতে গেছে প্রত্যেকে!
সবাই যখন ঘুরতে গেছে
চলব সুখে রাস্তাতে
কোথাও কোনো জ্যাম হবে না
চলবে কিছু বাস তাতে।
ঘোরার ছবি ঠিক বলেছে?
ঘুরতে গেছে প্রত্যেকে!
তেমন হলে ঢাকার পথে
জ্যাম লেগেছে কোত্থেকে?
