মলাট বৃত্তান্ত
একটি শীতের রচনা
ভাই, আপনি বুঝি শীতে কাঁপছেন? * না, আপনের ভয়ে কাঁপতাছি!
মো. রায়হান কবির
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শীত হলো উষ্ণ স্মৃতির স্বপ্ন দেখার সময়। অথচ শীত একটু কম পড়লেই পাবলিক (ফেসবুকের পাবলিক, যাদের আবার আদর করে নেটিজেন বা নেটাগরিক বলে থাকেন অনেকে) আহা শীত নাই, শীত নাই বলে গলা ফাটান। শীতের নানা পোশাক তথা কোট-ব্লেজার পরে ছবি দিয়ে আফসোস করেন, ইস, ব্লেজার পরার মতো শীতই তো নাই!
এবার আর এসব পোস্ট নেই। কারণ আমাদের ফেসবুকের পাবলিক এখন শীতে হাতই বের করতে পারছেন না। এমনিতেই ইন্টারনেট একটা প্রজন্মকে ‘অলস’ করে ফেলছে, তার মধ্যে এই শীত তো তাদেরকে আরও বেশি কম্বল বা লেপমুখী করে তুলছে। শীতের প্রতি পাবলিকের এই রিঅ্যাকশন শীতের কনফিডেন্স যেন আরও বাড়িয়ে দিয়েছে। শীত তাই ফর্মে ফিরে এসেছে। ভাবখানা এমন, নে বাপু এবার সামলা!
শীত বা গরম ধনীদের জন্য কোনো ব্যাপারই না। তাদের এসি বা হিটার আছে এসব মোকাবিলা করার জন্য। কিন্তু শীত বা গরম সাধারণ মানুষের জন্য সব সময়ই টিকে থাকার সংগ্রাম। সাধারণ মানুষের অবশ্য শীত তাড়ানোর জন্য ভিন্ন উপায় আছে, যা ইদানীং প্রায় দেখাই যাচ্ছে না।
এক সময় রাজনীতির মাঠ গরম করে রাখতেন বাকপটু কিছু রাজনীতিক। তাদের গরম গরম ডায়লগ মাঠ গরম রাখত। পাবলিক সেসব টিভিতে দেখে কিংবা পত্রিকায় পড়ে শরীরে গরম অনুভব করতেন। বাজারে রাজনীতিবিদ তো অনেক আছেন, কিন্তু পরিবেশ গরম করার মতো নেতা কোথায়! কেউ কেউ অবশ্য এরমধ্যেই মাঠ গরম করার চেষ্টা করছেন। কিন্তু মাঠ তাতে গরম হচ্ছে কই!
শীত মৌসুমে ক্রিকেট থাকবে সেটাই স্বাভাবিক। বিপিএলও চলে এসেছে, মানুষ শীত উপেক্ষা করে মাঠে যায় একটু উত্তেজিত হয়ে গরম হতে। কিন্তু খেলার গরম যতটুকুই আছে, চিয়ার লিডারের গরমটা কিন্তু অনুপস্থিতই থেকে যাচ্ছে। ফলে দর্শকের শীত একটু বেশি লাগাটাই স্বাভাবিক!
বাজার মানেই গরম জায়গা। সেটা দ্রব্যমূল্যর জন্যই হোক কিংবা বেশি লোক সমাগমের জন্যই হোক। আমরা জানুয়ারির শুরুতেই দেশের সবচেয়ে বড় বাজার বা বাণিজ্যমেলা শুরু হতে দেখি। কিন্তু এবার নির্বাচনের কারণে বাণিজ্যমেলা শুরু হতে দেরি হওয়ায় শীত বোধহয় আঁকড়ে বসার জায়গা পেয়ে গেছে। ফলে ঢাকাবাসী শীতে কাবু হয়ে বাসাতেই তাঁবু গেঁড়ে বসে আছেন।
তাছাড়া এবার শীত বেশি হওয়ার আরেকটি বড় কারণ বোধহয় উন্নয়ন! এক সময় ঢাকাবাসী এক জায়গা থেকে অন্য জায়গায় যেত লোকাল বাসে, ঠাসাঠাসি করে। ফলে বাস থেকে নামার পর রীতিমতো ঘাম ছুটে যেত মানুষের। এখন ঢাকায় ছুটছে মেট্টোরেল, তাও আবার এসি। এখন সেই লোকাল বাসের উষ্ণ পরিবেশ কোথায় পাবেন! অনেকে আবার দাবি করেন, দেশ এখন ইউরোপের মতো হয়ে গেছে! আর কে না জানে, ইউরোপ শীতপ্রধান দেশ। ফলে উন্নত দেশ হতে চাইলে, ইউরোপ হতে চাইলে শীত তো একটু বেশি সইতেই হবে! এবার আপনিই বলুন আপনি কী চান? উন্নত দেশের মতো বেশি শীত নাকি অনুন্নত দেশের লোকাল বাসের গরম!
এবার একটু অন্যভাবে বলি। শীত নিয়ে যতই হইচই করুন একটা কথা অবশ্যই মনে রাখবেন। শীতকাল না থাকলে পৃথিবী ক্রমশ উঞ্চ হয়ে উঠবে। গাছপালা এবং প্রাণীদের পক্ষে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে উঠবে। তাই কিছু দিনের জন্য অন্তত শীতটুকু মেনে নিন। ভাই না আমার ভালো!
