যেভাবে বুঝবেন কোনো মেয়ে সিঙ্গেল কি না?
বিরিয়ানিতে আলুর মতোই প্রায় বিলুপ্ত হতে বসেছে ছেলেদের প্রোফাইল পিকচারে লাভ রিয়্যাক্ট আর সিঙ্গেল মেয়ে। তবুও আশাহত হয় না কোনো ছেলে। শত আশা বুকে জমিয়ে পরিবর্তন করে প্রোফাইল পিকচার আর ফেসবুকের আনাচে-কানাচে খুঁজতে থাকে সিঙ্গেল মেয়ে। কিন্তু দিনশেষে তারা পছন্দের মেয়েটির প্রোফাইলে খুঁজে পায় প্রেমিকের কাঁধে মাথা রেখে তোলা মেয়েটির আবেগঘন ছবি। এভাবেই দিনের পর দিন বুকের বামপাশে গ্যাস্ট্রিকের ব্যথা পুষে রেখে কেটে যায় ছেলেদের দিন। তবে আর নয়। কিছু উপায় অনুসরণ করে এবার আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন কোনো মেয়ে সিঙ্গেল কি না। উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান গালিব
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* মেয়েটির ফেসবুক প্রোফাইলের ওপর কড়া নজর রাখুন। সে যদি নিজের কোনো ছবি আপলোড করে কিছু সময় পরেই তা ফেসবুক থেকে রিমুভ করে দেয় এবং এ ঘটনা বেশ কয়েকবার ঘটতে থাকে, তাহলে ধরে নেবেন সেই মেয়ে সিঙ্গেল নয়। কারণ, কোনো প্রেমিকই চায় না তাদের প্রেমিকার এডিট করা সুন্দর সুন্দর সব ছবি দেখে অন্য কেউ তাকে ভালোবেসে ফেলুক। তাই প্রেমিকার ছবি ফেসবুকে দেখা মাত্রই তাকে সেই ছবি রিমুভ করার আদেশ দেয় প্রেমিক সম্প্রদায়।
* কোনো মেয়ে যদি প্রায়শই ছেলেদের নিয়ে নেতিবাচক কোনো স্ট্যাটাস দেয়, তাহলে ধরে নেবেন মেয়েটি রিলেশনে আছে এবং প্রেমিকের সঙ্গে তার তুমুল ঝগড়া চলছে।
* চ্যাটিং করার প্রাথমিক পর্যায়েই যদি কোনো মেয়ে আপনাকে ‘ভাইয়া’ ডেকে বসে তাহলে বুঝে নেবেন মেয়েটি সিঙ্গেল। কিন্তু শুধু ‘ভাই’ ডাকলে আশা ছেড়ে দিয়ে অন্য কোথাও চেষ্টা শুরু করে দিন।
* ফেসবুকে কোনো মেয়ের ছবির ক্যাপশনে যদি লেখা থাকে, ‘সামওয়ান সেইড সো’, তাহলে সেই মেয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নইলে হঠাৎই একদিন সেই সামওয়ানের মাইর কপালে জুটে যেতে পারে।
* পুরনো কোনো বান্ধবী অনেকদিন পর গভীর রাতে নিজে থেকে ফোন করে আপনার খোঁজখবর নেয়া শুরু করলে বুঝে নেবেন আপনার বান্ধবী আর সিঙ্গেল নেই। প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তাকে রাগানোর জন্যই সে তার কল ওয়েটিং এ রেখেছে। এবং তাদের এ ঝগড়ার কারণে মাঝখান থেকে নষ্ট হচ্ছে আপনার শান্তির ঘুম।
* কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর হঠাৎ মেয়েটি ফেসবুকে আপনাকে ব্লক করল। কিছুদিন পর আবার নিজেই আনব্লক করে নক করল। এমন ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে মেয়েটি আনব্লক করার সঙ্গে সঙ্গে আপনি মেয়েটিকে ব্লক মেরে দিন। কারণ, আপনার ওপর মেয়েটির প্রেমিক নজর রাখছে এবং প্রথম ব্লকটি সে-ই করেছিল, মেয়েটি নয়।
* কোনো মেয়ে যদি হুট করে ড্রেসিং টেবিল আর মোবাইল স্ক্রিনের সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে সময় কাটায়, রান্না শেখার জন্য বায়না ধরে, বুঝে নেবেন সেই মেয়ে তার প্রেমিকের সঙ্গে তাদের প্রথম সন্তানের নামও ঠিক করে ফেলেছে।
* কোনো মেয়ের একাকিত্ব খুঁজে বের করার আরেকটি কার্যকরী উপায় হল বিভিন্ন খাবারের গ্রুপে ঢুঁ মারা। খাবারের গ্রুপগুলোর বিভিন্ন পোস্টে যদি দেখেন মেয়েটি কোনো ছেলেকে মেনশন করে লিখেছে, ‘চলো না, আজ এই রেস্টুরেন্টে খেতে যাই’, তাহলেই বুঝে নেবেন সেই মেয়েটি আর সিঙ্গেলদের দলে নেই।
