Logo
Logo
×

বিচ্ছু

ইচ্ছাপূরণ দিবস!

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২৯ এপ্রিল পালিত হয় বিশ্ব ইচ্ছাপূরণ দিবস। এ দিবসকে সামনে রেখে আসুন আমরা আমাদের ইচ্ছাপূরণের চেষ্টা করি। লিখেছেন সত্যজিৎ বিশ্বাস, এঁকেছেন কাওছার মাহমুদ

মনে রাখবে, সবচেয়ে বড় শক্তির নাম ইচ্ছা শক্তি।

তবে যে আমার মা-বাবা বলে, সহ্যশক্তি!

ইচ্ছা করছে, এই সংসার ছেড়ে ছুঁড়ে বাপের বাড়ি চলে যাই।

একদিন বাদেই তো ইচ্ছাপূরণ দিবস। তোমার মনের ইচ্ছা পূরণ হোক।

তিনটা ইচ্ছা তো পূরণ হইলই, আবার কী?

ইচ্ছাপূরণ দিবস উপলক্ষ্যে একটা বোনাস দেওয়া যায় না?

ইচ্ছাপূরণ দিবস উপলক্ষ্যে তোমার মনের ইচ্ছা পূরণ করার সুযোগ দিলাম, যাও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আস।

বন্ধুদের সঙ্গে আড্ডা? এই না বললা, মনের ইচ্ছা পূরণের সুযোগ দিলা?

আজ সারাদিন শপিংমলগুলোতে ঘুরে বেড়িয়ে, দামি একটা রেস্টুরেন্টে খেয়ে ইচ্ছা পূরণ দিবস পালন করব, কেমন?

কার ইচ্ছা? আমার না তোমার?

যদি এমন কাউকে পেতাম, যাকে দেখলে সব ভুলে তাকে নিয়েই থাকতাম সারা দিন। জানি, এ ইচ্ছা জীবনেও পূরণ হবে না।

কেন হবে না, একটা ভালো ব্রান্ডের মোবাইল কিনে ফেল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম