Logo
Logo
×

বিচ্ছু

পাঠকছড়া

আমার শ্বশুরবাড়ি

Icon

আনোয়ার রশিদ

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বউ রে কইলাম, ও সোনা বউ

আমার কথা শোনো,

আর বেশি নয় সবুর করে

আর ক’টা দিন গোনো।

বউয়ের সাথে মান অভিমান

কীভাবে পথ চলি,

বউ রে নিয়ে ট্যুরে যাবো

প্রতিদিনই বলি।

যাওয়া যাওয়া করেও ভাই

হয়নি যাওয়া আজও,

ফাইল টেবিলে পড়ে আছে

পড়ে আছে কাজও।

কাল সকালে ট্যুরে যাবো

ভাড়া হলো গাড়ি,

বউ রে নিয়ে ট্যুরে গেলাম

আমার শ্বশুরবাড়ি।

গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম