|
ফলো করুন |
|
|---|---|
বলুন তো, এই গরমে
মাথা ঠান্ডা রাখা যাবে
কীভাবে?
মাহমুদ নাসির
পান্থপথ, ঢাকা
- শুধু তিনটা বিষয় এড়িয়ে যাবেন। বউ, বস এবং বাজার!
গাছে কাঁঠাল গোঁফে
তেল-এর পরের লাইন কী হবে?
সুলতানা আফরিন
পতেঙ্গা, চট্টগ্রাম
- বুঝবে মজা, পড়বে যখন, মাথার ওপর মস্ত বেল!
ঘুস না খেলে তো আয়-রোজগার কমে যায়!
কী করি?
মনসুর আজিজ
চকরিয়া, কক্সবাজার
- একটু কম কম খাওয়ার অভ্যাস করুন। ঠিক হয়ে যাবে।
আচ্ছা, স্বামী এবং স্ত্রীর
মধ্যে কে সঠিক
বলুন তো?
মনির হোসেন
সেনবাগ, নোয়াখালী
- অবশ্যই স্ত্রী। বিষয়টা মনে রাখবেন এবং মেনে চলবেন।
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা ভাই, মাথা যখন ঠিক মতো কাজ করে না তখন কী করা উচিত?
সোহেল রহমান
গলাচিপা, পটুয়াখালী
- মাথার এক মাসের বেতন কেটে নেওয়া উচিত!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
