Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোনো কিছু ভালো লাগে না। হাতে কোনো কাজও নাই! কী করি বলুন তো?

মৌসুমী শিকদার

ডেমরা, ঢাকা

রাস্তা আটকে বিশেষ

কোনো দাবিতে আন্দোলনে নেমে পড়ুন।

আচ্ছা, চাকরিতে বেতনের চেয়ে উপরি আয় বেশি হয়ে গেলে কী করতে পারি?

আবুল হাসান

জাফলং, সিলেট

উপরি আয়ের টাকাটা

রাষ্ট্রীয় কোষাগারে জমা

করে দিতে পারেন।

ভাই, গরম থেকে বাঁচার জন্য ভালো কোনো পরামর্শ কি দিতে পারবেন?

সাইদুল ইসলাম

মতলব, চাঁদপুর

এই গরমে অতিথি পাখি

হয়ে কোনো শীতের দেশে উড়াল দিতে পারেন।

আজ পর্যন্ত জীবনে কাউকে কি কোনো ভালো পরামর্শ বা ভালো উত্তর দিয়েছেন?

তানিয়া ও বৃষ্টি

বাকেরগঞ্জ, বরিশাল

অনেক দিয়েছি। কিন্তু সেসব ভালো পরামর্শ বা উত্তর কারও কাজে লাগেনি।

মহা অবান্তর প্রশ্ন

মাথায় ঘন কালো চুল আছে, তারপরও কী নাই বলুন তো?

আব্দুর রব, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

বুদ্ধি বা ঘিলু নাই!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম