ভুবনজুড়ে ভুয়া যত
লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাধারণ রোগীদের জন্য বরাদ্দের ওষুধ ভুয়া স্লিপের মাধ্যমে নিয়ে যাচ্ছেন?
তাতে কী! স্লিপ ভুয়া হতে পারে, কিন্তু ওষুধ তো আসল! কোনো ভ্যাজালের কারবার নাই।
ইমোশনাল ছেলে আমার খুব পছন্দ।
ওমা তাই! ধানমণ্ডি লেক তো আমার চোখের পানি দিয়েই ভরা!
সবাই যে ভুয়া, দুর্নীতিবাজ বলে আপনার গায়ে লাগে না?
এসির বাতাস ছাড়া কিছুই গায়ে লাগাই না।
লাবিউ রুমা মানে? আমি তো সোমা। কার মেসেজ কাকে দিচ্ছ-ফাউল, ভুয়া কোথাকার!
গালাগালি কর কেন? নাম ভুল হতে পারে, লাবিউ তো ভুল না!
জীবনে খুব ইচ্ছা ছিল দেখার-ভুয়া, চিটার, বাটপার দেখতে কেমন হয়?
তারপর?
তারপর তো জীবনে তুমিই এলে!
রিকশার হুড তুলে দিয়ে তাড়াতাড়ি চালান তো।
ভুয়া-ভুয়া শুনে এত চমকে ওঠ কেন? তুমি ছাড়াও তো আরও অনেক লোক আছে।
