Logo
Logo
×

বিচ্ছু

কৌতুক

Icon

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। ইন্টারভিউয়ের ডাক এলো যথারীতি।

বস : আচ্ছা, আপনি কি সাঁতার জানেন?

চাকরিপ্রার্থী : আজ্ঞে না।

বস : জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, অথচ সাঁতার জানেন না?

চাকরিপ্রার্থী : কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?

শিক্ষক : আগামীকাল আমি সূর্যের ওপর তোমাদের পড়াব। সবাই যথাসময়ে উপস্থিত থাকবে কিন্তু।

ছাত্র : স্যার, কিছু মনে করবেন না, কালকের ক্লাসে আমি থাকতে পারব না!

শিক্ষক : কেন থাকতে পারবে না?

ছাত্র : স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নেবেন। সূর্যের ওপর বসে ক্লাস নিলে গরমে সবাই তো পুড়ে কয়লা হয়ে যাব!

রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়লেন এক ভদ্রলোক। ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে বলল, ‘টাকা-পয়সা যা আছে সব দিয়ে দাও।’

ভদ্রলোক : তোমার এত বড় সাহস! তুমি আমার কাছে টাকা চাচ্ছ? তুমি জানো আমি দেশের একজন মন্ত্রী।

ছিনতাইকারী : তাহলে তুমি আমার টাকা ফেরত দাও!

গ্রন্থনা : রাফিয়া আক্তার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম