|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা, ঈদে সালামি যে দিলেন না আপনাকে কী
করা যায় বলুন তো?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
উলটো আমার জন্য সালামি পাঠিয়ে আমাকে লজ্জা
দিতে পারেন!
আচ্ছা বলুন তো, ছেলেরা কেন শ্বশুরবাড়িতে
ঘরজামাই থাকে?
সোমা মুৎসুদ্দী
নন্দনকানন, চট্টগ্রাম
শ্বশুরের জায়গা-সম্পত্তি যেন দুষ্টু লোকজন দখল করে নিতে না পারে তাই!
বলুন তো, মুরগি আগে না ডিম? নাকি রেস্টুরেন্টের
বিল সবার আগে?
সুদীপ্ত কুমার দাস
তেজগাঁও, ঢাকা
সবার আগে টাকা। টাকা থাকলে ডিম, মুরগিও খেতে পারবেন, বিলও দিতে পারবেন!
ঢাকার সব কিছুই পুরাতন অথচ নিউমার্কেট এখনো নতুন কেন?
কাজী রাসেল
ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ
কিশোর কুমার যে কারণে শেষ বয়সেও কিশোর ছিলেন সেই কারণে!
মহা অবান্তর প্রশ্ন
বর্ষা এলেই বৃষ্টি যখন-তখন পড়তে শুরু করে কেন?
মৌসুমী মৌ, বাঙলা কলেজ, ঢাকা
প্রতি বছর বর্ষায় বৃষ্টির পরীক্ষা শুরু হয় তো তাই!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
