Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া কি জায়েজ?

Icon

তানভীর শেখ, চশরিয়া, কক্সবাজার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া কি জায়েজ?

প্রশ্ন : মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া কি জায়েজ?

উত্তর : বিজাতীয়দের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ তো দূরের কথা, তাদের সাদৃশ্য ধারণ করতেও নিষেধ করা হয়েছে। নবী কারিম (সা.) ইরশাদ করেন, যে কোনো জাতির সাদৃশ্য ধারণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। [সুনানু আবি দাউদ : ৪০৩১]। এ ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে তাদের ভ্রান্ত বিশ্বাস জড়িত থাকে। তাই ভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা সংশ্লিষ্ট ধর্মের ভ্রান্ত বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করারই নামান্তর, যা শুধু অবৈধই নয়, বরং কুফরি। এসব কারণে ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের দিনে মুসলিমানদের তাদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন,

অর্থ : তোমরা মুশরিকদের উৎসবের দিন গির্জায় তাদের কাছে যেও না। কারণ, তাদের ওপর আল্লাহর অসন্তোষ নাজিল হয়। [আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, ১৮৮৬১]।

সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, যে ব্যক্তি কাফিরদের ভূখণ্ডে বসবাস করবে, তাদের ধর্মীয় উৎসব নওরোজ ও মিহিরজান পালন করে তাদের সাদৃশ্য গ্রহণ করবে এবং ওই অবস্থায় মারা যাবে, সে কেয়ামতের দিন তাদের সঙ্গেই উঠবে। [আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, ১৮৮৬৩]। অতএব, মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া কোনোভাবে জায়েজ নয়।

সূত্র : সুনানুত তিরমিযি, ২৬৯৫; শুআবুল ঈমান, ৮৯৪০; ইকতিযাউস সিরাতিল মুস্তাকিম, ১/৫২৮; মাজমাউল আনহুর, ১/৬৯৮; আল-বাহরুর রায়িক, ৫/১৩৩;

ইসলাম ও জীবন ডেস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম