ইন্নালিল্লাহ পড়ি যে কারণে
ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের জন্য সবচেয়ে কষ্টকর সংবাদ হল কারও মৃত্যুর খরব শোনা।
নির্মম সত্য হল- আমাদের এমন দুঃসংবাদও শুনতে হয়। বিপদ যেন মানুষকে অপ্রকৃতিস্থ করতে না পারে সে জন্য মহান আল্লাহ ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করার নির্দেশনা প্রদান করেছেন। অর্থ : ‘নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই সান্নিধ্যে ফিরে যাব’।
মৃত ব্যক্তির সম্পর্কে ভালো কথা বলা
অসুস্থ মানুষের কাছে গিয়ে সান্ত্বনামূলক কথা বলে তার সাহস জোগাতে হয়। আর কেউ মারা গেলে মৃত ব্যক্তির ব্যাপারে উত্তম কথা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কোনো রোগী অথবা মৃত ব্যক্তির কাছে উপস্থিত হলে উত্তম কথা বলবে। কারণ তোমরা যা বল তার উত্তরে ফেরেশতারা আমিন বলেন।’ (মুসলিম, হাদিস নম্বর ২১৬৮।)
লেখক : সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
