পড় তোমার প্রভুর নামে
মেহেদী হাসান সাকিফ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহান আল্লাহ মানুষকে জ্ঞান অর্জনের উপযোগী করেই সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনের প্রথম নির্দেশ- পড়। দ্বিতীয় নির্দেশও পড়। মুসলিম মাত্রই পড়ানির্ভর জাতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (সূরা আলাক : ১)। পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়। ইসলামের বিধি-বিধান পালনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। ইসলাম জাগতিক জ্ঞান অর্জনকে মোটেও নিরুৎসাহিত করে না। তবে তা অবশ্যই হতে হবে বৈধ ও মানবকল্যাণমূলক জ্ঞান। আল্লাহ বলেন, তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে আখেরাতের আবাসস্থল অনুসন্ধান করো। দুনিয়া থেকে তোমার অংশ ভুলো না’ (সূরা কাসাস : ৭৭)। নবী কারিম (সা.) জীবনভর মানুষকে জ্ঞান শিক্ষাদানের জন্য উৎসর্গ করেছেন। এমনকি বদর যুদ্ধে বন্দিদের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন নিরক্ষরদের শিক্ষাদানের মাধ্যমে। জ্ঞান অর্জনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন, ‘প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ।’ (ইবনে মাজাহ : ২২৪)। জ্ঞানের মাধ্যমে নবীজি একটি পিছিয়ে পড় বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন।
পরিতাপের বিষয় এই যে, আজকাল মুসলমানরা লেখাপড়ায় সবচেয়ে পিছিয়ে। মনে রাখতে হবে, পড়াশোনা না করে একজন ভালো মুসলিম হওয়াও কোনোভাবে সম্ভব নয়। উন্নত দেশগুলোর আজকের এ সমৃদ্ধির কারণ খুঁজলেই পাওয়া যাবে, জ্ঞান অর্জনে তাদের গভীর মনোনিবেশ। অপরদিকে মুসলিম উম্মাহর এ দুর্দশার কারণ হিসাবে এক কথায় যা বলা যায়, তা হলো- তাদের জ্ঞান অর্জনে বিমুখতা। মুসলিম উম্মাহের হারানো গৌরব ফিরে পেতে হলে মুসলমানদের আবার জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করতে হবে।
লেখক : প্রাবন্ধিক
