হজ যাত্রীদের প্রয়োজনীয় কেনাকাটা
সুহাইল আহমদ
প্রকাশ: ১৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। এ বছর আমাদের দেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। হজের মাধ্যমে বিশ্ব মানবের মহামিলনের নিদর্শন প্রস্ফুটিত হয়।
হজে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে ইতোমধ্যে। মরহুম আলহাজ শেখ গোলাম মুহিউদ্দীন রচিত ‘কিতাবুল হজ’ অবলম্বনে হজ যাত্রীদের প্রয়োজনী কেনাকাটা সম্পর্কে লিখেছেন-সুহাইল আহমদ
হজ গাইড
হজের মাসয়ালা-মাসায়েলসংক্রান্ত নির্ভরযোগ্য কোনো বই সঙ্গে রাখা খুবই দরকার। হজের হুকুম-আহকাম তুলনামূলক জটিল হওয়ায় অনেক সময় পুরোনো হাজীরাও বিপাকে পড়ে যান। নির্ভরযোগ্য বই সঙ্গে থাকলে সেটি আপনার জন্য গাইডের কাজ দেবে। এ ক্ষেত্রে মরহুম আলহাজ শেখ গোলাম মুহীউদ্দীন (রহ.) এর কিতাবুল হজ বইটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটির সম্পাদনা করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক সিনিয়র পেশ ইমাম মরহুম আলহাজ মুফতি মুহাম্মদ নুরুদ্দীন (রহ.)।
ইহরামের কাপড়
দুই সেট ইহরামের কাপড় সঙ্গে রাখুন। এক সেট ইহরাম অবস্থায় পরিধান করার জন্য এবং আরেক সেট প্রয়োজনে পরিবর্তন করার জন্য। মিনা-আরাফা-মুজদালিফায় চাদরের বেশ প্রয়োজন দেখা যায়।
মহিলাদের ইহরাম
মহিলাদের ইহরামের জন্য নির্দিষ্ট কোনো কাপড় নেই, মহিলারা ওইসব (সেলাইযুক্ত) কাপড় নিয়ে যাবেন যেগুলো সাধারণত পরিধান করে থাকেন যেমন-সালোয়ার-কামিজ, ম্যাক্সি, বোরখা, চাদর, বড় ওড়না ইত্যাদি
প্রয়োজনীয় ওষুধ
চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রের আলোকে প্রয়োজনীয় সব ওষুধ বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাওয়াই উত্তম। জ্বর, ঠান্ডা ও পেটের অসুখের জন্যও কিছু ওষুধ সঙ্গে নিতে পারেন। নতুন আবহাওয়ার কারণে এ সময় ঠান্ডাজনিত ও পানিবাহিত কিছু রোগবালাই হওয়া খুবই স্বাভাবিক।
একান্ত প্রয়োজনীয়
স্যান্ডেল ২ জোড়া। কাঁধে ঝুলিয়ে রাখার ব্যাগ (পানির বোতল, প্রয়োজনীয় কাগজপত্র, বই-পুস্তক, জায়নামাজ, ছাতা এসব সঙ্গে রাখার জন্য)। লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, রুমাল ও জুতা, গামছা বা তোয়ালে ও ফোল্ডিং ছাতা, আয়না, চিরুনি, তেল ও ছোট কাঁচি, সেফটি রেজার, ব্লেড, নেল কাটার ও সেফটি পিন। টুথপেস্ট, ব্রাস, মিছওয়াক, সুঁই, সুতা, চাকু, নোট বই ও কলম।
মহিলাদের ব্যক্তিগত জিনিসপত্র। গায়ের চাদর ও বিছানার চাদর। থালা, বাটি, গ্লাস ও চামচ। ভেসলিন, ফেস ক্রিম ও লিপজেল প্রয়োজনমতো। হজের সফরে হজ সংশ্লিষ্ট বিভিন্ন খাত তো বটেই এর বাইরেও নানা রকমের খরচ রয়েছে। তাই খরচের জন্য প্রয়োজনমতো সৌদি রিয়াল আগে থেকেই সংগ্রহ করে রাখা ভালো।
