Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

রেমিট্যান্সের ওপর প্রদত্ত প্রণোদনা গ্রহণ করা কি জায়েজ?

বরকত উল্লাহ, ফুলবাড়ী, কুড়িগ্রাম

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রেমিট্যান্সের ওপর প্রদত্ত প্রণোদনা গ্রহণ করা কি জায়েজ?

প্রশ্ন : বর্তমানে প্রবাসীরা যে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন, সেই রেমিট্যান্সের ওপর সরকার প্রণোদনা দিয়ে থাকে। প্রবাসী বা তাদের আত্মীয়স্বজনের জন্য এ প্রণোদনা গ্রহণ করা কি জায়েজ?

উত্তর : রেমিট্যান্সের ওপর প্রদত্ত প্রণোদনা মূলত অবৈধ উপায়ে টাকা পাঠাতে নিরুৎসাহিতকরণ এবং বৈধ উপায়ে টাকা পাঠানোর প্রতি উৎসাহ দান করার জন্য দেওয়া হয়ে থাকে। এটি সুদ হিসাবে দেওয়া হয় না এবং শরীয় দৃষ্টিকোণ থেকে এটি সুদের অন্তর্ভুক্তও হয় না।

অতএব, রেমিট্যান্সের ওপর প্রদত্ত প্রণোদনা কোনো সুদ নয়, বরং বৈধ উপায়ে টাকা পাঠানোর পুরস্কার মাত্র। আর বৈধ কোনো কাজের ওপর পুরস্কার দেওয়া ও গ্রহণ করা জায়েজ। তাই প্রবাসী বা তাদের আত্মীয়স্বজনের জন্য এ প্রণোদনা গ্রহণ করা জায়েজ।

তথ্যসূত্র : আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ৫/৩৪২; আল-মাউসুআতুল ফিকহিয়্যা, ১৫/৭৭

রেমিট্যান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম